Surprise Me!

সংসদে এরশাদের জানাজায় মানুষের ঢল | jagonews24.com

2021-06-15 0 Dailymotion

জাতীয় সংসদ থেকে চিরবিদায় নিয়েছেন একাদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জাতীয় পার্টির চেয়ারম্যান সদ্যপ্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদ। সোমবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত নামাজে জানাজা ও শ্রদ্ধা নিবেদনের মধ্যদিয়ে সংসদ থেকে বিদায় জানানো হয় তাকে।<br /><br />জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অস্থায়ী মঞ্চে রাখা হয় এরশাদের মরদেহের কফিন। তারপর নামাজে জানাজা শেষে একে একে শ্রদ্ধা জানানো হয় বিরোধীদলীয় নেতার প্রতি। প্রথমে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।<br /><br />বিস্তারিত পড়তে - https://www.jagonews24.com/politics/news/513765

Buy Now on CodeCanyon